সিগারেট ছাড়া খুবই সহজ। আমি দৈনিক কয়েকবার ছাড়ি – প্রায় এরকম একটা বিখ্যাত সংলাপ দিয়েছিলেন লেখক মার্ক টোয়েন। যারা চাকরী বাকরী করেন তারা প্রায় প্রতি সপ্তাহেই চাকরী ছেড়ে দেন বা চাকরী খোয়ান। ব্লগিং করার সময় বহু ব্লগারকে একাধিকবার শেষ পোস্ট লিখতে দেখেছি। প্রেমিক-প্রেমিকারা তো ব্রেক-আপ করেন লক্ষবার। একই ঘটনা সিনেমাতেও ঘটবে সেটা অস্বাভাবিক কিছু না – কাজী হায়াত ইভটিজিং মুক্তির আগে বারবার জানিয়েছেন – ইভটিজিং ই শেষ ছবি, কিন্তু সর্বনাশা ইয়াবা মুক্তি পেয়েছে গত বছর। অতি সম্প্রতি – নায়িকা মাহি জানিয়েছেন – অগ্নি ২-ই তার শেষ ছবি, এখন থেকে তিনি নিয়মিত পড়াশোনা করবেন! পত্র-পত্রিকা থেকে শুরু করে দর্শককুল – সবারই একই ইস্যু – সত্যি তো?
নচিকেতা বলেন, শেষ বলে কিছু নেই, শেষ যেখানে জেনো শুরু সেখানে। আমি বুঝি – অগ্নি-২ হবে সুপার ডুপার হিট ছবি। এখন তার অপেক্ষায় থাকি।