এই আমি দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো – আপনাকে স্বাগতম জানাচ্ছি।

লেখালিখি শুরু করেছি স্কুলে যাওয়ার আগে থেকেই। প্রথমে আকিবুকি, তারপর অক্ষর, তারপর শব্দ এবং বাক্য। মনের মাধুরী মিশিয়ে লিখালিখির শুরু প্রাইমারীর শেষের দিকে – ক্লাস ফোর অথবা ফাইভ থেকে – পরীক্ষার খাতায়। ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষায় বিজ্ঞানের প্রশ্নে রচনা লিখে আসছিলাম। বিজ্ঞান পরীক্ষায় যে রচনা লেখা যাবে না সেইটা বুঝতে আমার ক্লাস নাইন পর্যন্ত সময় লেগেছে।

ক্লাস নাইনে প্রথমবারের মত আমি বিজ্ঞান পরীক্ষায় ৫০ এ মাত্র ২০ পাই – তিন নাম্বারের জন্য ফেল ঠেকানো গিয়েছিল! চওড়া গোঁফের শফিকউল্লাহ স্যার মোটা চশমার উপর দিয়ে তাকিয়ে আমাকে ডেকে বললেন – ‘এদিকে আয়! দেখি কি লিখছস খাতায়।’ তারপর আমার সামনে আমার খাতা কাটলেন। খাতাভর্তি লেখা, কিন্তু নাম্বার পড়ে না, ঘ্যাচ করে কেটে দিচ্ছেন। আমি আল্লাহ আল্লাহ করতেছি। ফেল করলে সমস্যা না, কিন্তু ফেল করার পর স্যারের থাব্রা খাইলে প্যান্ট ঠিক থাকবে কিনা বুঝতেছি না। ক্লাসের আগেই বাথরুম থেকে ঘুরে আসলে ভালো হতো!

আল্লাহ ডাকে সারা দিলেন, ফেল ঠেকায়া দিলেন – ২০। আমি মনে মনে আলহামদুলিল্লাহ বলে তওবা করে ফেললাম – বিজ্ঞান পরীক্ষায় রচনা লেখা বন্দ! বাকী সব পরীক্ষায় রচনা লেখা যাইতে পারে, বিজ্ঞানে না! তওবা খাঁটি ছিল। বিজ্ঞান পরীক্ষায় না জেনে আর কোনদিন কিছু লিখি নাই। নাম্বার বাড়ছে ধাপে ধাপে – এসএসসি পরীক্ষায় লেটার পেলাম। প্রাইমারীর পর এই প্রথম বিজ্ঞান পরীক্ষায় লেটারমার্কস। অভিনন্দন!

গল্প লেখার শুরু হাইস্কুলে থাকতেই – সম্ভবত ক্লাস সিক্সে বা সেভেন পড়ি তখন। স্কুল পেরিয়ে কলেজে উঠার পর গতি বৃদ্ধি পায়। বেশ কিছু গল্প লিখে ফেলেছিলাম তখন। তার মধ্যে একটা বেশ বড় গল্প – এখন পর্যন্ত আমার জীবনের সেরা লেখা। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর যে ডায়রীতে গল্পটা লেখা ছিল সেটা ঢাকায় নিয়ে এসেছিলাম – কম্পিউটারে কম্পোজ করবো বলে। কিন্তু তখন বাংলা লিখতে পারতাম না – ফলে কাজ শুরু করা হয় নি। ২০০৯ সালের জানুয়ারী মাসে আমার ডায়রীটা হারিয়ে গেল। ডায়রীর সাথে সাথে হারিয়ে গেল আমার জীবনের সবচেয়ে ভালো লেখাটি।

এই সাইটটিকে তাই একটি সিন্দুক হিসেবে তৈরী করার চেষ্টা করছি। কত কথাই না লেখা হয় – ব্লগে, ফেসবুকে, কমেন্টের ঘরে। যখন লিখি তখন তো নিজের মেধাকে কাজে লাগিয়েই লিখি – কিন্তু লেখার পর সেটা হারিয়ে যায় কোথায় তার খবর কে রাখে। এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট লেখাগুলোও যদি এক জায়গায় রাখা যায় তবে মন্দ কি?

দারাশিকো’র এই সিন্দুকে সবার নিমন্ত্রণ!

নিউজলেটার

যদি আমার লেখাগুলো আপনার ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে আমার লেখাগুলো পড়তে আগ্রহী হন, তাহলে ইমেইল নিউজলেটারে সাবস্ক্রাইব করতে পারেন। নিউজলেটারে সাবস্ক্রাইব করলে নতুন কোন লেখা প্রকাশিত হলে আপনাকেে ইমেইলের মাধ্যমে জানানো হবে। যদি কখনও পড়তে অনাগ্রহ বোধ করেন, তাহলে ইমেইলেই আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ইমেইল পাওয়া বন্ধ করে দিতে পারবেন।

যোগাযোগ

যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগের উপায় হলো ইমেইল – darashiko (at) gmail.com। আমি সব মেইল পড়ি এবং স্প্যাম না হলে সব মেইলেরই উত্তর দেই। এই ব্লগে প্রকাশিত যে কোন পোস্টে মন্তব্য করতে পারেন, আমি সেগুলোর উত্তরও দেই। তবে, একান্ত অনুরোধ করবো – আমার ফোন নাম্বার চেয়ে বা আমার সাথে দেখা করতে চেয়ে বিব্রত করবেন না।

ফেসবুক এবং টুইটার-এ আমাকে পাওয়া যাবে, চাইলে অনুসরণ করতে পারেন, ভালো লাগবে।

20 Comments on “এই আমি দারাশিকো”

  1. চালিয়ে যাও বন্ধু…তোমার প্রচেষ্টা সফল হোক…পাল্টে দেবার স্বপ্ন বাস্তবতা লাভ করুক…

  2. বড় ভাই, কোন ডিপার্টমেন্টে পড়েন?
    পরিচিত হওয়ার ইচ্ছা রইলো।

    1. স্বাগতম দারাশিকো’র ব্লগে 🙂
      পড়ি মার্কেটিং ডিপার্টমেন্টে।
      আপনার ইচ্ছেকে সাধুবাদ জানাই, ইচ্ছা পূরণ হোক – সেই কামনাই করি 😉

  3. আপনার জিমেইলে একটা ইমেইল করেছি!
    দয়াকরে দেখবেন!

    1. ভাইয়া, আপনার মেইল পেয়েছিলাম। রিপ্লাই দিলাম। দেখবেন 🙂

      দারাশিকোর ব্লগে স্বাগতম ভাইয়া 🙂

  4. স্বপ্ন দেখা ভালো। পূরন হবে আশাকরি। একটা মুভি না অনেক গুলো মুভি তৈরি করতে পারবেন…

  5. ভাইয়া, আপনার কাছ থেকে ভাল মুভি পাবো এটা বিশ্বাস করি। এগিয়ে জান……।

  6. vi parle akta sms koiren 01729397979 ta. ai adom apnare sathe akto kotha bolte chai.

    sazzad hossain
    159 sm hall
    university of dhaka

    asai roilam ………………………..

  7. Ami 2005 sale rajshahir sriti cinema hall e ekti japani naki chaina movie ( thik bolte parchina) name “The snake revenge” movie dekhe chilam. Pore net e serch dia ei namer kono movier khojh pelamna. Movietar story bolsi ” constaction work korte giya matir niche prochor snaker baccha, egg pai, tarpor egolo shob boldoger dia mere fele. Saper debota vishon rege oi cityte snake chere dei.jekhanei jai snake are snake. “[email protected]” ei id te movietar ashol namta bolar jonno aponake onorodh korsi.

    1. আরেহ! ঘুমরাজ তানভীর যে!!
      ফেসবুক তো বন্ধ করে রেখেছি বেশ কিছুদিন হলো। আছেন কেমন?
      কোন দরকার ছিল?

  8. আসসালামু আলাইকুম

    রাসূলুল্লাহ (স) এর জীবন থেকে নেয়া নেতৃত্বের শিক্ষা

    আপনার অনুবাদের পিডিএফ টা দিলে উপকার হয়;
    আপনি বেশি বেশি ইসলামিক আর্টিকেল অনুবাদ করলে আপনার পরকালেও অনেক লাভ হবে ইনশাআল্লাহ ।
    সদাকায়ে জারিয়া হিসেবে চলতে থাকবে।ইনশাআল্লাহ
    কিছু ইসলামিক ব্লগঃ
    https://www.islam21c.com/author/ali-hammuda/
    https://muslimskeptic.com/

    ro lagle boliyen

    1. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই। অনুবাদের কোন পিডিএফ এখনও তৈরী করা হয়নি। করলে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। ভালো ধাকবেন।

  9. ফার্সি ভাষায় দারা শিকোহ্‌র নামের অর্থ মহিমান্বিত |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *