দরকার একটা ‘পুশ’

‘মানুষ আসলে রেডি হয়েই আছে, দরকার একটু ‘পুশ’, বুঝতে পারছো?’

এরকম প্রশ্নের উত্তরে ‘জ্বি, বুঝতে পারছি’ বলাটাই নিয়ম, কিন্তু এনাম ভাইয়ের সাথে নিয়ম মেনে চললে আসল ব্যাপারটা জানা যাবে না। তাই আমি নিয়ম ভঙ্গ করলাম, ‘জ্বি-না ভাই, বুঝি নাই।’

‘বলতেছিলাম মানুষ আসলে পাথরের বলের মতো। মোটামুটি গোলগাল। কিন্তু স্থির দাঁড়ায়ে আছে। মানে তৈরি হয়ে আছে আরকি। এখন তার দরকার একটা ‘পুশ’, মানে ধাক্কা। তাহলেই সে গড়াইতে শুরু করবে।’

‘ক্যান বলতেছেন এই কথা।’
‘মনে হইলো। এই যে আশরাফের সাথে কথা বলতেছিলাম। কথায় কথায় সে বলল আরিফ আজাদের একটা বই আছে না, মা-বাপ নিয়া, বইটা সে বেশিদূর পড়তে পারে নাই। বুকের মধ্যে গিয়া লাগে নাকি। আশরাফরে দেখো! সে দাঁড়ি রাখছে। ঢং এর দাঁড়ি না, সে জেনে বুঝেই দাঁড়ি রাখছে। মোছ ছোট করে রাখে দেখবা। ইসলামী বইটই পড়ে। লেকচার শুনে। কুরআন পড়ে মাঝে-মধ্যে। কিন্তু নামাজের দিকে যথেষ্ট খেয়াল নাই। মানে ইচ্ছা করেও নামাজ কাযা করে। কেন করে বলতো?’

‘কেন?’
‘করে কারণ তার মধ্যে একটা লজ্জা আছে। এতদিন নামাজ পড়ে নাই, এখন হঠাৎ পড়া শুরু করলে লোকে কি ভাববে! হয়তো অন্য সঙ্কোচ আছে, সেইটা আমি জানি না। মানে সে কিন্তু নিয়মিত নামাজ পড়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু একটা ‘পুশ’ এর অভাবে শুরু করতে পারেতেছে না, মানে গড়াইতে পারতেছে না।’

‘কিন্তু তার পুশের দরকার কেন? আরিফ আজাদের বই পড়ে সে যদি এত কষ্ট পায়, তাহলে তো নামাজ শুরু করা তার জন্য কষ্টকর না।’
‘এইটা একটা ভালো কথা। কিন্তু এর মাঝে শয়তানের এক ধরণের ওয়াস-ওয়াসা আছে। বইটা পড়তে না পারার মাধ্যমে তার মনে হইছে, সে আসলে আস্তে আস্তে ভালো মুসলমান হইতেছে, এইজন্যই বইটা পড়তে পারতেছে না। কিন্তু আসলে শয়তান তারে এইখানেই আটকায়ে রাখতে চাইতেছে। খেয়াল করলে দেখবা, ওয়াজ শুইনা বহু লোকজন কান্নাকাটি করে, বিশেষ করে মা-বাপ নিয়া ওয়াজ। এখন না, বহু আগে থেকেই। কিন্তু ওয়াজ শেষে যেই সেই। তারও একই সমস্যা। ওয়াজ শুইনাই সে নিজেকে ভালো মুসলমান ফিল করা শুরু করে। আসলে শয়তানের ফাঁদে পা দেয়। আর এই কারণে আসল জায়গায়, মানে নামাজ শুরু করা বা হালাল আয়-উপার্জন করা আর হয় না।’

‘এইজন্য পুশের দরকার, তাই তো? কিন্তু সেইটা কিরকম পুশ?’
‘সামান্যই। সে তো রেডি, শয়তানের ফাঁদে আটকা। এখন ছোট্ট পুশ দিলেই হবে। গড়াইতে শুরু করবে। গড়াইতে থাকলেই হবে, একটা সময় শয়তানের ফাঁদ থেকে মুক্তিও পাবে।’

‘পুশটা দিবে কে?’
‘এইটাই আসল প্রশ্ন। পুশ দেয়ার কাজটা আসলে তোমার-আমার। মানে আমরা যারা ওর আশেপাশে আছি। পুশ না হইলে সে কিন্তু গড়াইবে না। এখন তুমি যদি তারে বারবার মনে করায়ে দাও যে নামাজটা রেগুলার পড়া দরকার অথবা নামাজের সময় তারে ডেকে নিয়ে যাও, তাইলে সেইটা হবে পুশ। দুইদিন পাঁচদিন সে লজ্জা পাবে হয়তো, কিন্তু একসময় তার ঠিকই লজ্জা ভাঙবে।’

‘পুশ না দিলে সমস্যা কই? নিজেও তো গড়াইতে শুরু করতে পারে।’
‘পারে। নাও পারে। তার আশেপাশে তো কেবল তুমি আর আমি না, আরও মানুষ আছে। তারাও তাকে পুশ করতে পারে, হয়তো উলটা দিকে। তাহলে সে উলটা দিকে গড়ান দিবে, মানে দূরে সরে যাবে। জানোই তো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পুশ দেয়ার লোকজন আশে-পাশেই থাকে। তুমি পুশ না করলে সে করবে।’

‘আশরাফের বিষয়টা বুঝলাম, কিন্তু সেইটা কি সকল মানুষের বেলায় খাটবে?’
‘খাটবে না ক্যান? আশরাফ হয়তো একটু বেশি রেডি, অন্যরা কম। কেউ হয়তো উল্টাদিকে গড়ানোর জন্য রেডি হইতেছে। তুমি যেরকম মানুষের সাথে মিশবা, সেরকম গড়ানোর জন্য রেডি হবা। পুশের তোমাকে গড়াইতে হেল্প করবে আরকি। এইযে এই স্ট্যাটাসটা দেখো। তার নানী মারা গেছেন আজকে। নানীকে সে খুব ভালোবাসতো, নানীও তারে। তার এই স্ট্যাটাস দেখে তুমি বুঝতে পারবা না যে তার লাইফস্টাইল আসলে এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে মিলে না। সে কিন্তু আখিরাত সম্পর্কে জানে, মানে মোটামুটি আইডিয়া রাখে আরকি, কিন্তু সেই জানা তার জীবনযাপনে প্রভাব ফেলে না। কারণ তার আশেপাশে যারা আছে তারা তাকে সেইদিকে পুশ করে না, করে নাই, তাই সে গড়াইতে পারে নাই। দেখবা, অনেকেই বলে, রিজিকে থাকলে পাবো বা রিজিকে ছিল বলে পেয়ে গেছি। তার মানে রিজিক সম্পর্কে তার কিছু ধারণা আছে, কিন্তু পুরোটা নাই। থাকলে সে হারাম রাস্তায় আয়-রোজগারের চেষ্টা করতো না। আল্লাহ রিজিকে যা রাখছেন, সেইটা হারাম রাস্তায় রাখবেন ক্যান? হালাল রাস্তায় রাখছে কিন্তু সে খুঁজতেছে হারাম রাস্তায়, খুঁজে নিচ্ছে হারাম রাস্তা থেকে। তারও দরকার একটা পুশ। তাইলে সে বুঝবে, আরেকটু পুশ খাইলে মানবে৷ এইটাই নিয়ম।’

‘বুঝলাম।’
‘কি বুঝলা বলো দেখি।’
‘বুঝলাম যে অন্যকে পুশ করার জন্য আমার যে দায়িত্ব আছে, সেইটা পালন করা উচিত। আর এইজন্য আপনি আমাকে একটু ‘পুশ’ করলেন, তাই তো?’

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *