একবছর পর। ক্রিস তার গাড়ির দরজা খুলতে যাচ্ছিল এমন সময় ‘হাই’ শুনে ফিরে তাকালো। অ্যান! এক বছর আগে এই অ্যানের প্রতি তার তীব্র ভালোবাসা ছিল, সেই ভালোবাসার দরুণ এই একবছরে কত ঘটনা ঘটে গেল!
ক্রিস: হ্যালো অ্যান।
অ্যান: অনেক দিন পর ..
ক্রিস: হুম।
অ্যান: আমার কাছে এখনো চাবিটা আছে, তোমাকে ফেরত দেয়া উচিত।
ক্রিস: ঐ চাবিতে তালা খুলবে না আর।
অ্যান: তোমার ভাইয়ের কি খবর?
ক্রিস: পরের শুনানী আগামী মাসে।
অ্যান: আচ্ছা। আর তোমার? সব কিছু ঠিকঠাক?
ক্রিস: হুম। বেশীরভাগই ঠিকঠাক।
অ্যান: বেশীরভাগ … তোমার জন্য কঠিন করে ফেলেছিলাম সব কিছু, আমি দুঃখিত … আন্তরিকভাবে দুঃখিত।
ক্রিস: You can only be hurt by people you love – তোমার কাছ থেকেই শিখেছি।
অ্যান: ওটায় আমি এখনো বিশ্বাস করি কিনা সন্দেহ।
ক্রিস: You miss out on a lot if you do.
অ্যান: আমি অনেক পাল্টে গেছি।
ক্রিস: তুমি চাকরী পাল্টেছো সেটা জেনেছি।
অ্যান: তারমানে তুমি এখনো আমার ব্যাপারে খোঁজ রাখো, সামান্য হলেও।
ক্রিস: কিছুটা রাখি।
অ্যান: চল কোথাও বসে কফি খাই।
ক্রিস: আমিও পাল্টে গেছি অ্যান।
অ্যান ঘুরল। নিজের গাড়ির দিকে চলল সে।
ক্রিস: কিন্তু …
অ্যান থামলো, ফিরে তাকালো।
ক্রিস: আমি এখনো কফি পছন্দ করি।
সিনেমার নাম: Loft (2008)
রেটিং: ৫/৫