মেটাল সাইনের অর্থ

\m/ টা হৈলো মেটাল সাইন। আসল নাম ডেভিল’স হর্ণ। দুইপাশের লাঠি শিং রিপ্রেজেন্ট করে।
মূল আঙ্গুল আঁকা হৈসে। m মানে মাঝের বন্ধ দুই আঙ্গুল।

এই সাইনটার প্রচলক হিসেবে মেটাল ফ্যানদের কাছে পরিচিত রনি জেমস ডিও। তবে অরিজিন্যালি এইটা আসছে ইতালি থেকে। ইতালিয়ানরা এইটা কারও কুদৃষ্টি বা এভিল আই থেকে বাঁচতে বা কারও দিকে দিতে ব্যবহার করত। ডিও এইটা শিখছে ওর গ্র্যান্ডমাদারের কাছে। ওরা ইতালিয়ান ছিলো।

ডিও এই সাইনটা কনসার্টে খুব ইউজ করত। সেই থেকে এইটা মেটাল সাইন হয়ে গেসে। জিনিসটা শয়তানের শিং সিম্বলাইজ করে। মেটাল শুরুর দিকে অনেকখানি ডেথ এন্ড সুইসাইড বেজড কথাবার্তা ইন্সপায়ার করত। আর ধর্মবিরোধী। সেইটা স্যাটানিক। সো ডেভিল’স হর্ণ। আর মেটাল তো সবসময়ই রুড ছিল প্রচলিত ধারা থেকে। তাই শয়তান কে বানিয়ে ফেলা হলো রক আর মেটালের সিম্বল। (কার্টেসি: যায়েদুল হাসান)

২৭ এপ্রিল ২০১৮ তারিখে আপডেট করতে গিয়ে রাইজিংবিডি-তে আরও বিস্তারিত একটা পোস্ট পাওয়া গেল। ছবিটা সেখান থেকেই নেয়া।

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *