তুমি চলে গেলে; আজ তাই
সারাটা দিন বিষন্নতায় কাটল
অস্থিরতা ঘিরে রেখেছিল সর্বক্ষন
তুমি চলে গেলে, তাই
জনাকীর্ণ পৃৃথিবীতে থেকেও
নি:সঙ্গতার হাহাকার কানে বড় বেশী বাজছে।
তুমি চলে গেলে কিন্তু এখন
আমি এখন কি নিয়ে দিন কাটাবো?
সুমধুর স্মৃিত আর সুখস্বপ্ন নিয়ে
খেলা করবো আপন মনে,
মাঝে মাঝে তীব্র চিৎকারে
তুমি কোথায় তুমি কোথায় বলে
প্রতিধ্বনিত করে পৃথিবীতে ছড়িয়ে দেয়ার
ইচ্ছেটাকে হত্যা করার চেষ্টায়
বাথরুমে শাওয়ারের নিচে দাড়িয়ে কাদব
কিংবা বালিশে মুখ গুজে, অত:পর
অত:পর আবার এক বুক আশা নিয়ে
শুরু করবো জীবনের পথ চলা
আর অপেক্ষায় থাবো
আবার কবে আসবে তুমি হে মোর প্রিয়?