ইন্টারেস্টিঙ একটা কাহিনী শেয়ার করি।
নীলক্ষেতে প্রিন্ট করাচ্ছি। দোকানদার ছেলেটা আমার পেনড্রাইভের দুটো ভিডিও ফাইল চালিয়ে দেখছিলেন। তাই আগ্রহ করেই বললাম – “সিনেমা নিবেন? ওই যে ‘দ্য সিক্রেট ইন দেয়ার আইজ’ ফোল্ডারে আছে, গতবছরের আগের বছর অস্কার পাইছিল।” তিনি বেশ আগ্রহ নিয়া জিজ্ঞেস করলেন – ইংরেজি সিনেমা? আমি বললাম, না আর্জেন্টাইন, তবে ইংরেজি সাবটাইটেল আছে। তিনি ‘ওই সিনেমা বাপের জন্মেও বুঝতাম না’ বলেই ফোল্ডার ক্লোজ করে দিলেন। তারপর তার নিজের পিসি থেকে একটা হিন্দী সিনেমা বের করে দেখতে লাগলেন।
আমি যখন মনে মনে হাসছি আর বলছি – ব্যাটা বুঝলি না কত ভালো সিনেমা, তখন চিন্তায়ও আসেনি – হয়তো সেও মনে মনে হাসছে – ব্যাটা বেকুব! যেই ভাষা বুঝে না সেই ভাষার সিনেমা দেখে!
অট: কমার্শিয়াল বাংলা সিনেমা দেখে বলে কারও দিকে বিদ্রুুপাত্মক হাসি হাসার আগে নিজের দিকে একবার তাকানোর চেষ্টা করছি।