গুরু জেমস আবার আসছেন নতুন গান নিয়ে – অ্যালবাম নয়, এবার বাংলাদেশী চলচ্চিত্রের প্লেব্যাক!
এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী সিনেমায় জেমস গান গেয়েছেন দুটি। প্রথম গানটি ছিল ২০০৮ সালে মান্না প্রযোজিত-অভিনীত ‘মনের সাথে যুদ্ধ’ সিনেমায় কবির বকুলের কথা ও ইমন সাহার সুরে ‘আসবার কালে আসলাম একা’। দ্বিতীয় গানটি ছিল ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত শাহ আলম কিরণ পরিচালিত ‘মাটির ঠিকানা’ সিনেমায় ‘ঘুমন্ত এক শিশু’। সম্প্রতি গেয়েছেন তিনটি গান – অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রের পরিচালকের কথা এবং প্রিন্স মাহমুদের সুর-সঙ্গীতে ‘ভালোবাসা ও ঘৃণা’, সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্ণিং’ চলচ্চিত্রে কবির বকুলের কথা ও শওকত আলী ইমনের সুর-সঙ্গীতে ‘এত কষ্ট কষ্ট লাগে এ অন্তরে’ এবং হাসিবুর রেজা কল্লোলের পরিচালিত ‘সত্ত্বা’ চলচ্চিত্রে বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে ‘তোমার আমার প্রেম ছিল পুরোটাই পাপ’।
আমি অপেক্ষা করবো জিরো ডিগ্রি সিনেমার গানের জন্য। কারণ জেমস-প্রিন্স মাহমুদ জুটি। গানটি সম্পর্কে গুরুর বক্তব্যটাও গম্ভীর। “গানটি গেয়ে অনেক দিন পর তৃপ্তি পেলাম। তাছাড়া প্রিন্সের সঙ্গে একটা পুরনো রসায়ন তো ছিলই।” সত্ত্বা সিনেমার গানের জন্যও কিছু আগ্রহ বোধ করছি – এই প্রথমবার জেমস-বাপ্পা মজুমদার একত্রে জুটি কাজ করলেন। এবং, এই চলচ্চিত্রে জেমস নিজেই ঠোঁট মেলাবেন।
জেমস কি জ্বলে উঠছেন? “জ্বলে ওঠার কিছু নেই। গান গাওয়াই আমার পেশা। তবে যত্রতত্র গাইতে পারি না।”
জ্বলে ওঠার দরকার নেই গুরু – আজীবন জ্বলতে থাকুন!