শিক্ষামন্ত্রী আর নব্বই হাজার এ প্লাস!

মন্ত্রী সাহেব তার দলবল এবং ফটোগ্রাফার বাহিনী নিয়ে পরীক্ষার হল ভ্রমণ শেষ করে বেরিয়ে আসছিলেন – এমন সময় এক ফটোগ্রাফার – যার ঘাড়ের বামদিকের রগটা একটু ত্যাড়া – সে ঘাড় বাঁকা করেই বলল, ‘এই আধাঘন্টার জন্যই হয়তো এই ক্লাসের অনেকগুলো মেয়ের কাছ থেকে ‘এ প্লাস’টা হাতছাড়া হয়ে যাবে স্যার, পরীক্ষার সময় এরকম দলবেধে ভ্রমণ না করলে হয় না স্যার?’

মন্ত্রী সাহেব চশমার উপর দিকে তাকিয়ে ফটোগ্রাফারকে দেখলেন, তারপর হাসলেন ‘আশি নব্বই হাজার ‘এ প্লাস’ যখন দিতে পারছি, এই ক্লাসের ত্রিশটা মেয়েকে কি আর দিতে পারবো না? ইনভিজিলেটর সাহেব কই! এই ক্লাসের সবগুলো মেয়ের রোলনাম্বার টুকে রাখেন – কারও যেন এ প্লাস মিস না হয়!’

বিঃদ্রঃ ছবির সাথে এই স্ট্যাটাসের কোন মিল নেই। দুটোই কল্পনাপ্রসূত!

 

 

 

Nazmul Hasan Darashiko's photo.

 

 

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *