গত কয়েক বছরে বাংলাদেশে ‘সবচেয়ে বেশী’ ধরনের বিশ্বরেকর্ড গড়ার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। হালের সংযোজন সবচে বড় সেলফি। এই সকল রেকর্ড গড়ার পেছনে একমাত্র অবদান বাংলাদেশের মহামূল্যবান সম্পদ ‘জনসংখ্যা’র। কেউ হয়তো খেয়াল করে নি এখনও – নাহয় বিশ্ব ইজতেমার সময় এক সাথে সবচে বেশী লোকের সবচে বেশী পরিমান হাগা-মোতার রেকর্ডও বইতে তুলে দেয়া সম্ভব।
জনসংখ্যার আধিক্য দিয়ে যে সব রেকর্ড হয় সেগুলো এতটাই ঠুনকো যে বছরখানেকের মধ্যেই সেটা ভেঙ্গে ফেলা সম্ভব এবং জনসংখ্যার আধিক্য দিয়ে যে রেকর্ড হয় সেটা যে ইতিবাচক কিছু নয় – সেটা বোঝার জন্য কেউ কি আয়োজকদের মাথার গু ফেলে দিয়ে ঘিলু ঢোকানোর রেকর্ড করবেন?