ভ্রমণব্লগ: হাতের মুঠোয় মেঘদল

গত রাতে ঘুমাতে গিয়েছি তৃপ্ত মন নিয়ে।

২০১১ সালের সেপ্টেম্বরের দিকে বান্দরবান-কেওক্রাডং গিয়েছিলাম – আটজনে পাঁচদিনের ট্যুরে। ফিরে এসে চতুর্মাত্রিকে একটি সিরিজ ব্লগ লিখেছিলাম – ‘হাতের মুঠোয় মেঘদল’ শিরোনামে। গতকাল গুগল সার্চ করতে গিয়ে আবিষ্কার করলাম – ৬০ বছরের পুরোনা ‘দৈনিক সংবাদ’ আমার বিনানুমতিতে ওই সিরিজটা প্রকাশ করেছিল ২০১২ সালের ডিসেম্বরে – পরপর দুই সপ্তাহে, শুক্রবারের বিশেষ আয়োজনে। আলহামদুলিল্লাহ।

সিরিজ ভ্রমনব্লগ নিয়ে এতই উত্তেজিত ছিলাম যে পরে সবগুলো একত্র করে একটা ই-বুকও বানিয়ে ফেললাম।  গতকাল জ্যাকের অনুরোধে সেটা তাকে মেইল করে পাঠানো হল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাকে ট্যাগ করে তার স্ট্যাটাস – তার পড়া অন্যতম সেরা ট্রাভেল এক্সপেরিয়েন্স (সে সব মিলিয়ে কতগুলো পড়েছে তা অবশ্য বলে নি!)

সক্কালবেলা মন ভালো।

 ই-বুকটা ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন এখানে

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *