১.
প্রতি বছরে একবার করে বাংলা নতুন বছর, ইংরেজি নতুন বছর আসে – আমরা শুভ নববর্ষ বা হ্যাপী নিউ ইয়ার বলি। বছরে দুইবার আসে ঈদ – তখনও ঈদ মোবারক বলি – প্রতি পাঁচবছরে এবং কখনো কখনো সাত বছর বা তিন মাস বা ছোট বড় মেয়াদে নির্বাচন আসলে কেন হ্যাপি ইলেকশন বা নির্বাচন মোবারক বলি না?
২.
নির্বাচনের ছুটি মাত্র একদিন কেন? ভোট দিতে ভোটার এলাকায় গমন এবং প্রত্যাবর্তনের জন্য আগে পিছে আরও একদিন করে মোট দুইদিন ছুটি দেয়া উচিত না? নিদেনপক্ষে বিজয়ী দল আনন্দ উদযাপনের জন্য আরও দুই একটা দিন ছুটি দিতে পারে না?
৩.
টেলিভিশনগুলো মাত্র একদিনব্যাপী ইলেকশন অনুষ্ঠানের আয়োজন করে কেন? ছয় থেকে দশদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজনের দাবী জানাচ্ছি।
৪.
কাউকে না কাউকে শুরু করতেই হবে – আমি একটা শুরু করলাম, বাকীরা ফলো এবং নতুন কিছু শুরু করতে পারেন – সব্বাইকে হ্যাপী ইলেকশন মোবারক