পুত্র পিতাকে মোবাইলে ফোন করিয়া কহিল, ‘বাবা, আজকে বাবা দিবস, জানা আছে কি?’
উত্তরে পিতা বলিল, ‘জানি বৈকি। টেলিভিশনে আঁখি আলমগীর তাহার বাবাকে লইয়া অনুষ্ঠান করিল, সাদী মোহাম্মদ তাহার বাবা সম্পর্কে কত কথা বলিল।’
পুত্র কি বলিবে তাহা ভেবে না পাইয়া বলিল -‘আমি তো জানিতাম না, প্রত্যুষেই জানিলাম।’
এইবার পিতা বলিলেন, ‘তোমরা তোমাদের বাবাকে যেরূপ ভালোবাসো, যেরূপ শ্রদ্ধা কর, যেরূপে তোমরা ভালো মানুষ হইয়াছো, মানুষের মত মানুষ হইয়াছো, তাতে আমি বাবা হইয়া খুবই গর্বিত, আমি খুবই গর্ববোধ করি।’
পুত্রের গলা রুদ্ধ হইয়া আসিয়াছিল, তাই সে কিছু বলিল না। পিতার গলাও কাপিঁয়া উঠিয়াছিল, তাহা লুকানোর জন্যই বোধহয় পিতা বলিলেন, ‘তোমার মাতার সহিত কথা বলিবে?’
পুত্রও চোখ মুছিয়া স্বাভাবিক স্বরে বলিল, ‘দিন।’
পিতা ও পুত্রের মধ্যকার এই যে হঠাৎ আবেগের উচ্ছ্বাস, তাহা সামলাইয়া লইবার জন্য দুজনেরই কিছু সময়ের প্রয়োজন ছিল। মোবাইল ফোন হস্তান্তর তাহাদের দুজনকেই সেই সুযোগ দিয়া ফেলিল।