২০০২ সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান সিনেমায় স্পাইডারম্যানরূপী টবি ম্যাগুই মেরী জেনরূপী ক্রিস্টেন ডানস্টকে অদ্ভুত পন্থায় চুমু খান। তুমুল বৃষ্টির মধ্যে স্পাইডারম্যান উপর থেকে উল্টা হয়ে ঝুলে থেকে মেরী জেনকে কিস করার এই ‘আপসাইড ডাউন কিস’ এর নাম পাল্টে গিয়ে “স্পাইডারম্যান কিস” হয়ে যায়।
প্রায় এক দশক পরে এই বঙ্গদেশে নতুন এক ধরনের কিস বা চুমুর সন্ধান পাওয়া যায়। এর নাম “মুরাদ জং কিস”। সংক্ষেপে একে আপনি এমজে কিস-ও বলতে পারেন। ‘মুরাদ জং কিস’ করতে হলে আপনার সঙ্গীর কানসহ মাথা ঠেসে ধরে নিজের কাছে আনতে হবে, এবং কপালের উপরের দিকে চুলের কাছাকাছি ঠোট ল্যাপ্টায়া লাগাতে হবে। এ সময় দৃষ্টি থাকবে সদূরে। চোখে সানগ্লাস দেয়া থাকলে বেশী ভালো হয়। তবে এই কিসের স্থায়ীত্ব কতটুকু হবে সেটা স্টিল ছবি থেকে জানা যায় নি, ভিডিও প্রকাশ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বিস্তারিত ছবিতে।