১.
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। রমজান উপলক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহন করার উপযুক্ত সময় এখনই। নিজে নামায-রোজা সহ অন্যান্য ইবাদত পালন করুন, বন্ধুবান্ধব সহ পরিচিতদের ফরজ ইবাদতগুলো পালনের ব্যাপারে উৎসাহিত করা উচিত। মুমিন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হল তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে।
২.
অনেকেরই আগ্রহ থাকে তাহাজ্জুদ নামাজ আদায় করার। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ বেশী। সেহরী খাওয়ার আগে অথবা পড়ে আযান দেয়ার আগেই তাহাজ্জুদ পড়ে নেয়া যায়। তাহাজ্জুদ নামাজ দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায়।
৩.
জাকাত আদায় করা অন্যান্য ফরজ ইবাদতের মতই ফরজ। জাকাত ক্যালকুলেশন, আদায় পদ্ধতি ও অন্যান্য যে কোন ব্যাপারে কোন প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন। চেষ্টা করবো সহায়তা করার জন্য।
৪.
এই স্ট্যাটাস কারও বিরক্তি উৎপাদন করলে ইনবক্স করে জানিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ 🙂