-সালাম!
-অলাইকুম! কেমন আছো?
-এই তো। ইয়ে, তুমি রান্না করতে পারো?
– রান্না? পারি তো! কেন?
– নুডলস রান্না করতে পারো? ম্যাগি?
– হুম। কি ব্যাপার?
-একটু হেল্প চাই।
-বল
-নুডলস রান্নার পরে পানিটা কি ফেলে দিতে হবে নাকি খেয়ে ফেলতে হবে? (!!)
-পানি কি বেশী দিয়ে ফেলছো?
– জানি না।
-কতটুকু দিছ?
-পাতিলে দুই ইঞ্চি
-পাতিল কত বড়?
-বেশী বড় না, এই মনে করো দুইজনের ভাত হয়।
-কোন দুইজন? তাদের ওয়েট কত?
-ওয়েট দিয়া কি দরকার?
-কি পরিমান খায় সেইটা না বুঝলে কেমনে বুঝবো যে পাতিল কত বড়?
-এইটা অবশ্য ঠিক। তাহলে উপায়?
-পানি কতটুকু দিতে বলছে?
-১৯০ মিলিলিটার।
-দিছো ওই পরিমান?
-পানি মাপতে পারতেসি না। ব্যাচেলরের বাসা – কেমনে মাপবো?
-আরে চায়ের কাপের দেড় কাপ হলেই তো হয়?
-চায়ের কাপ নাই।
-তাহলে পানি খাওয়ার মগের হাফ।
-মগ নাই। বোতল থেকে খাই 🙁
-মামের ছোট বোতল নাই?
-নাই
-কি বোতল আছে?
-ফ্রেশ এক লিটার, শান্তি দেড় লিটার, কোকাকোলা দেড় লিটার, ফ্রেশ দুই লিটার, আরসি আড়াই লিটার, মাম ৫ লিটার।
-হাফ লিটারের বোতল নাই/
-নাই
-একটা হাফ লিটারের বোতলের পানি হলেই চলবে। একটা বোতল কিন।
-কোন ব্র্যান্ড?
-মাম কিনতে পারো, অথবা ফ্রেশ।
-বোতল কিনবো ক্যান? ট্যাপের পানিতে নুডলস রান্না হয় না?
হাহাহা
দারুন লেগেছে লেখাটি । পড়তে পড়তে নুডলস রান্না শেষ , বুঝতেই পারলাম না
থ্যাংকিউ। আপনার ইউটিউব চ্যানেলের সফলতা কামনা করছি!