ঘটকালী

– ভাই, বিয়ে খাবো কবে?
= হঠাৎ বিয়ে খেতে চান কেন?
– বিয়ে নিয়ে এত তালতামাশা করছেন ক্যান? বিয়ে করবেন কিনা বলে ফেলেন।
= করবো না একবারও বলছি?
– করতেছেন এ ক্যান? আপনার আগে আপনার কোন বড় ভাই আছে যিনি বিয়ে করেন নাই?
= নাই।
– বোন আছে?
= নাই।
– লাইন ক্লিয়ার?
= হুম


– তাইলে আর দেরি ক্যান? পাত্রি নাই?
= নাই।
– আমাদের কেই নামতে হবে। মেয়ের বয়স লিমিট কেমন হতে হবে?
= আমার চে বয়সে ছোট হইতে হবে।
– বাল্যবিবাহ? চলবে?
= আমার আপত্তি নাই। কন্যার বাবার আপত্তি আছে কিনা দেখেন।
– আচ্ছা, পালবেন কাকে, বউ কে নাকি একটা বাচ্চা মেয়ে কে?
= দুইটাই পাললাম। সমেস্যা আছে? বেশী ছোট হইলে তাকে পালার জন্য না হয় আরেকটা বিয়া করলাম।
– আচ্ছা, এইবার আসছেন আসল লাইনে। আমারও অনেক গুলা বিয়ে করার ইচ্ছা আপনার মতো। একটা কে করবো, দেন অইটাকে ঠিক রাখার জন্য আরেকটা।
= গুড। এখন পর্যন্ত কয়জনকে রাজী করাইছেন?
– আছে কয়েকটা। গোটা চারেক তো হবেই।
= এইবার বুঝলেন কেন আমার বিয়া হয় না?
– না ভাই। ক্যান হয় না?
= আপনার মতই লোকে আমার বিয়ার দায়িত্ব নিতে এসে নিজের বিয়ার চিন্তায় অস্থির হয়।

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *