– ভাই, বিয়ে খাবো কবে?
= হঠাৎ বিয়ে খেতে চান কেন?
– বিয়ে নিয়ে এত তালতামাশা করছেন ক্যান? বিয়ে করবেন কিনা বলে ফেলেন।
= করবো না একবারও বলছি?
– করতেছেন এ ক্যান? আপনার আগে আপনার কোন বড় ভাই আছে যিনি বিয়ে করেন নাই?
= নাই।
– বোন আছে?
= নাই।
– লাইন ক্লিয়ার?
= হুম
– তাইলে আর দেরি ক্যান? পাত্রি নাই?
= নাই।
– আমাদের কেই নামতে হবে। মেয়ের বয়স লিমিট কেমন হতে হবে?
= আমার চে বয়সে ছোট হইতে হবে।
– বাল্যবিবাহ? চলবে?
= আমার আপত্তি নাই। কন্যার বাবার আপত্তি আছে কিনা দেখেন।
– আচ্ছা, পালবেন কাকে, বউ কে নাকি একটা বাচ্চা মেয়ে কে?
= দুইটাই পাললাম। সমেস্যা আছে? বেশী ছোট হইলে তাকে পালার জন্য না হয় আরেকটা বিয়া করলাম।
– আচ্ছা, এইবার আসছেন আসল লাইনে। আমারও অনেক গুলা বিয়ে করার ইচ্ছা আপনার মতো। একটা কে করবো, দেন অইটাকে ঠিক রাখার জন্য আরেকটা।
= গুড। এখন পর্যন্ত কয়জনকে রাজী করাইছেন?
– আছে কয়েকটা। গোটা চারেক তো হবেই।
= এইবার বুঝলেন কেন আমার বিয়া হয় না?
– না ভাই। ক্যান হয় না?
= আপনার মতই লোকে আমার বিয়ার দায়িত্ব নিতে এসে নিজের বিয়ার চিন্তায় অস্থির হয়।
= হঠাৎ বিয়ে খেতে চান কেন?
– বিয়ে নিয়ে এত তালতামাশা করছেন ক্যান? বিয়ে করবেন কিনা বলে ফেলেন।
= করবো না একবারও বলছি?
– করতেছেন এ ক্যান? আপনার আগে আপনার কোন বড় ভাই আছে যিনি বিয়ে করেন নাই?
= নাই।
– বোন আছে?
= নাই।
– লাইন ক্লিয়ার?
= হুম
– তাইলে আর দেরি ক্যান? পাত্রি নাই?
= নাই।
– আমাদের কেই নামতে হবে। মেয়ের বয়স লিমিট কেমন হতে হবে?
= আমার চে বয়সে ছোট হইতে হবে।
– বাল্যবিবাহ? চলবে?
= আমার আপত্তি নাই। কন্যার বাবার আপত্তি আছে কিনা দেখেন।
– আচ্ছা, পালবেন কাকে, বউ কে নাকি একটা বাচ্চা মেয়ে কে?
= দুইটাই পাললাম। সমেস্যা আছে? বেশী ছোট হইলে তাকে পালার জন্য না হয় আরেকটা বিয়া করলাম।
– আচ্ছা, এইবার আসছেন আসল লাইনে। আমারও অনেক গুলা বিয়ে করার ইচ্ছা আপনার মতো। একটা কে করবো, দেন অইটাকে ঠিক রাখার জন্য আরেকটা।
= গুড। এখন পর্যন্ত কয়জনকে রাজী করাইছেন?
– আছে কয়েকটা। গোটা চারেক তো হবেই।
= এইবার বুঝলেন কেন আমার বিয়া হয় না?
– না ভাই। ক্যান হয় না?
= আপনার মতই লোকে আমার বিয়ার দায়িত্ব নিতে এসে নিজের বিয়ার চিন্তায় অস্থির হয়।