মা,
তোর বদনখানি মলিন হলে
আমরা নয়ন জলে ভাসি।
কিন্তু
সবার নয়ন জলে
যে তোর বদন মলিন করে
সে ভেসে যায় না।
আমরা
নয়নজলে ভেসে গেলেও
একতাবদ্ধ হই না
প্রতিবাদে মুখর হই না
তোর বদনখানি
পরেরবার মলিন হওয়ার জন্য
হাসিমুখে অপেক্ষা করি।
মা,
তুই আমাদের মত হতে পারিস না?
তোর বদনখানি মলিন হয় কেন?
আমাদেরও তবে
মিথ্যে নয়নজলে ভাসতে হয় না!