ভাত রান্না হবার কত দেরী পাঞ্জেরী?
এখনো পাতিলের পানি উঠেনি ফুটে?
ধোয়া চাল এখনো দাও নি ঢেলে?
তুমি রান্নাঘরে আমি কম্পিউটার টেবিলে
পেটের ছুঁচোরা ডাম্বল তুলে খেলে!
পাঞ্জেরী!
জাগো কুটনামী-ভরা হিন্দী সিরিয়ালের চ্যানেল ছাড়ি
জাগো এই দারাশিকোর ক্ষুধিত চাহনি হেরি
ভাত টিপে দেখ – ভাত হবার কত দেরী, কত দেরী!