প্রসঙ্গ: RSVP

বিয়ের কার্ডে লেখা আছে – RSVP, সাথে ফোন নাম্বার। আদ্যিকালে এই ফোন নাম্বারের আগে লেখা থাকতো – অপারগতায়, জরুরী প্রয়োজনে ইত্যাদি। বিয়েতে অ্যাটেন্ড করুন বা না করুন – ফোন করে অপারগতা প্রকাশ না করাটাও আদ্যিকালের প্র্যাকটিস। বোধহয় আদ্যিকালের প্র্যাকটিসকে দূর করার জন্যই RSVP লেখা হয়। কিন্তু এই সাংকেতিক শব্দের অর্থ সম্ভবত বেশিরভাগ লোকেরই জানা নেই। যেহেতু সাথে ফোন নাম্বার, তাই ধরেই নেয়া হয় – এই সাংকেতিক শব্দের অর্থ হল – অপারগতায়/জরুরী প্রয়োজনে; কিন্তু প্রকৃতপক্ষে অর্থ তা নয়।

RSVP একটা ফ্রেঞ্চ ফ্রেইজের সংক্ষেপ। ফ্রেঞ্চ শব্দগুচ্ছটি হল – Répondez S’il Vous Plaît, এর মানে হল ‘Reply Please’। ১৮ শতকে ইংল্যান্ডের হাই সোসাইটি এই ফ্রেঞ্চশব্দগুচ্ছকে ব্যবহার শুরু করে। কোন লিখিত আহবানে RSVP লেখার অর্থ হল – আমন্ত্রিত ব্যক্তিকে অনুরোধ করা যেন তিনি কনফার্ম করেন – অনুষ্ঠানে যোগ দিবেন কি দেবেন না।

অতএব বন্ধুসকল – দাওয়াতপত্রে RSVP লেখা আছে কিনা দেখে নিন – তারপর দায়িত্ব পালন করুন 🙂

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *