: আপনি কিন্তু আমার সম্পর্কে কিছু জানতে চাইলেন না
: আমি তো এখনো ফোন নাম্বার পাই নি
: এখন বলেন!
: আরেকদিন – যেদিন আকাশে চাঁদ থাকবে, হালকা বাতাসে ফুলে ফুলে উঠবে শাড়ির আঁচল!
: আমার বান্ধবীকে বিয়ে করবেন? সে অনেক সুন্দর, আপনার পছন্দ হবে!
: হু।
: কেন করবেন?
: সে অনেক সুন্দর, তাই।
: আমার বান্ধবীকে বিয়ে করলে আমি আপনাকে মেরেই ফেলবো!
: বান্ধবীর সাথে কারা বিয়ে দিতে চায় জানেন তো?
: আমি যাই – আপনার গল্প আগাচ্ছে না।
: কি করবেন?
: পড়তে যাই – পরীক্ষা।
: ফোন নাম্বার?
: পরীক্ষার পরে পাবেন।
: ওকে।
: আপনি আমার সব কিছু মেনে নেন কেন? কেন জোর করেন না?
: পড়তে বসুন।
: বসতে না, পড়তে যেতে বলেন।
: না।
: প্লিজ?
: না।
: যাই?