চলে এলো ঈদ উল ফিতর।
দারাশিকো ব্লগের পাঠকদেরকে জানাই ঈদ মোবারক। প্রায় ৯ দিনের ছুটির ফাদে আটকে পড়া আপনার ছুটি কাটুক অনেক আনন্দে, প্রিয়জনের সাহচর্যে। হয়ে উঠুক সিনেমাময় ।
এই ঈদে দারাশিকো ব্লগের পক্ষ থেকে যে কটি সিনেমা দেখার অনুরোধ থাকবে –
১. জেএফকে – অলিভার স্টোন
২. কিংডম অব হ্যাভেন – রিডলি স্কট
৩. রান্ওয়ে – তারেক মাসুদ
৪. মনের মানুষ – গৌতম ঘোষ
৫. ইটি -দ্য এক্সট্রা টেরিস্টিরিয়াল – স্টিভেন স্পিলবার্গ
৬. দ্য শাইনিঙ – স্ট্যানলি কুব্রিক (অবশ্যই রাতের বেলা হেডফোন লাগিয়ে দেখবেন)
৭. দ্য ফল – তারসেম সিঙ
এবং আপনার পছন্দের সিনেমাটি
ঈদ মোবারক 🙂
একটা ডিভিডিতে সব কয়টা রাইট কইরা পাঠায়া দেও, এই গেরামে কই পামু এইগুলান! 😛
প্রিয় চট্টগ্রামের বাইরে প্রথম ঈদ করছি। জানিনা কেমন হবে!
ঈদ মোবারক নাজমুল।
🙁
এই যদি হয় অবস্থা, তাইলে তো দুরাবস্থা ছাড়া আর কিছু বলা যাবে না, অফিস দুইদিনের ছুটি দিতে পারলো না? 🙁
নির্জন গ্রামে ঈদ ভালো কাটুক, এই দোয়া করি।
ঈদ মোবারক কাইয়ূম ভাই।
বিদ্র: সত্যি হলো, আমার কাছে দ্য ফল ছাড়া আর কোন সিনেমা নাই, এখন স্পিড ভালো, নামাই, দেখি আর ডিলিটাই
অফিসের কোন দোষ নাই ম্যান 😀
ভবিষ্যতে কোন ধরণের মিরাকল না ঘটলে, সিটিজিতে জীবনের সর্বশেষ ঈদ গতবছরই পার করে ফেলসি সম্ভবত!
এনিমেশন লাভারদের ’পল’ দেখার দাওয়াত। হাসতে হাসতে এক অবস্থা হইছিল আমার।
খুবই ম্যাচিউড ও উপাদেয় হিউমার।
http://www.imdb.com/title/tt1092026/