“ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট। কোন এক কারনে চাকুরীচ্যুত হন তিনি। লন্ডন প্রবাসী এক নারীকে প্রতারণা করে হাতিয়ে নেন ৬৫ লক্ষ টাকা। কিন্তু পিছু লাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। ‘সাবেক’ আর্মি অফিসারকে আটক করে ‘কারেন্ট’ পুলিশ অফিসাররা ঢাকা শহরে ঘুরে বেড়ায়, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেয় দেড় লক্ষ টাকা, ব্ল্যাংক চেকে সই করিয়ে নেয় কয়েকটি। তারপর ছেড়ে দেয়া হয় সেই আর্মির সার্জেন্টকে। পরদিন পুলিশ দলের একজন একাই খবর দেন আর্মি-কে, বাকী সদস্যদের ঠকিয়ে গুড় খাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাগড়া বসায় র্যাব। হাতে নাতে ধরে সেই পুলিশকে। র্যাবের যে টহল দলটি তাদেরকে হাতে নাতে ধরে … …”
শেষের বাক্যটি ছাড়া বাকীটা বাস্তব। বাংলামেইল২৪ এ পাবেন খবরটা। কি দুর্দান্ত থ্রিলার গল্পের প্লট ভাবুনতো! সিনেমার নাম কি হবে? আর্মি-পুলিশ-বাবু-র্যাব?
ছবিসূত্র: বাংলামেইল