গত রাতে ঘুমাতে গিয়েছি তৃপ্ত মন নিয়ে।
২০১১ সালের সেপ্টেম্বরের দিকে বান্দরবান-কেওক্রাডং গিয়েছিলাম – আটজনে পাঁচদিনের ট্যুরে। ফিরে এসে চতুর্মাত্রিকে একটি সিরিজ ব্লগ লিখেছিলাম – ‘হাতের মুঠোয় মেঘদল’ শিরোনামে। গতকাল গুগল সার্চ করতে গিয়ে আবিষ্কার করলাম – ৬০ বছরের পুরোনা ‘দৈনিক সংবাদ’ আমার বিনানুমতিতে ওই সিরিজটা প্রকাশ করেছিল ২০১২ সালের ডিসেম্বরে – পরপর দুই সপ্তাহে, শুক্রবারের বিশেষ আয়োজনে। আলহামদুলিল্লাহ।
সিরিজ ভ্রমনব্লগ নিয়ে এতই উত্তেজিত ছিলাম যে পরে সবগুলো একত্র করে একটা ই-বুকও বানিয়ে ফেললাম। গতকাল জ্যাকের অনুরোধে সেটা তাকে মেইল করে পাঠানো হল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাকে ট্যাগ করে তার স্ট্যাটাস – তার পড়া অন্যতম সেরা ট্রাভেল এক্সপেরিয়েন্স (সে সব মিলিয়ে কতগুলো পড়েছে তা অবশ্য বলে নি!)
সক্কালবেলা মন ভালো।
ই-বুকটা ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন এখানে