: ভাইজান ভালো আছেন?
: নারে ভাই।
: কি হ্ইছে?
: আমি মনে হয় পুরা পাগল হয়ে যাবো, পাগলামীর কারনে চাকরি থেকে বাদ দিয়া দিতে পারে।
: সেই ভালো
: মানে?
: পাগল অবস্থায় ডিউটি পালন করা সমস্যা, পাগলামির স্বাদ পুরা নেয়া যায় না
: ফাইজলামি করেন?
: যদি চাকরীর জন্য পাগল হতে সমস্যা হয়, তাহলে আগেই ছাইড়া দেন, তারপর সময় নিয়ে ভেবে চিন্তে ধীরে সুস্থ্যে পাগল হন।
: আমি কিন্তু ফাইজলামি করিনা
: অ্যা?
: অ্যা না হ্যা। আমি জানি আমার মেন্টাল অবস্থা কই যাইতেসে
: বিশাল ব্যাপার
: কি?
: এই জিনিস খুব কম লোকেই পারে। ডেস্টিনেশন যেহেতু জানেন, তাহলে রিসেপশনের ব্যবস্থা করেন।
: কিসের?
: একটা গ্র্যান্ড রিসেপশন মাস্ট বি এনশিওরড। ডেস্টিনেশন কত দূরে আছে, কত সময় লাগবে ইত্যাদি বিবেচনা করে আয়োজন শুরু করে দেন।
: ফান করেন? আমি প্রচুর ফাইট করতেসি ইন্টারনালি। আমি বুঝতেসিনা কি করব, আমার কোন উন্নতি নাই অবস্থার, কিছুতেই কিছু হয়না, কিছু শিখি না
: অ্যামো ওয়েপন্স আছে যথেষ্ট?
: অ্যামো? ওয়েপন্স?
: সাপ্লাই দেয়া লাগবে?
: নাই, সাপ্লাই দিয়া কাজ হবেনা হয়ত, বিশাল অপনেন্ট, আমার কেউ নাই, এনিটাইম অ্যামবুশ করলেই আমি শেষ
: আজিব! তাহলে অ্যামবুশের জন্য বৈসা আছৈন ক্যান?
: কি করবো?
: স্যারেন্ডার করেন। শর্তসাপেক্ষে সারেন্ডার করবেন। জেনেভা কনভেনশন সম্পর্কে পড়াশোনা করে নিতে পারেন।
: এইসবে কি কন? সারেন্ডার করলে কি হবে, আমি ভাঙ্গি তবু মচকাইনা
: অ। তাহলে শহীদ হয়ে যান।
: হুম।
: মাঝখানে ঝুইলা থাকার কি দরকার
: ফাইটিং করতেছি, ঝুইলা নাই।
: লোকবল লাগবে? মার্সেনারী সোলজার পাঠাবো?
: সেইটা কি?
: ভাড়াটে সৈন্য।
: অ।
: একা একা লড়াই করতেসেন, আরেকজন পাঠায়া দিই।
: কারে পাঠাবেন?
: যারে দিয়া হবে। বুকে বুক মিলায়া ফাইট করবে।
: বুকে বুক না, পিঠে পিঠ লাগায়া।
: ঠিকই আছে, যে যুদ্ধের যে নিয়ম।
: কাউরে দিয়া হবে না।
: হবে। দুইজনে ফাইট করলে লাভ আছে। রিলোড টিলোড করে দিতে পারবে, চাই কি দুইটা গুলিও করলো যদি দরকার হয়।
: কি বলেন এ্ইসব?
: গুলি টুলি লাগলে সেবাও।
: আমি কাউরে চিনি না।
: সমস্যা না। ফাইট করতে করতে চিনবেন।
: তাও ঠিক।
: বিবিএ এম্বিয়ে হবে?
: এই যুদ্ধে তারা কেন? এই যুদ্ধ তো মানসিক বিকারগ্রস্থতার। মনোবিজ্ঞানী হইলে পারত। কাউন্সেলর টাইপ কিছু।
: তাহলে মনোবিজ্ঞানের স্টুডেন্ট লাগবে?
: হবে না। আমার বন্ধু যারা সাইকলজিতে তারা নিজেরাই এক একটা সাইকো। কথা বলতে সাহস হয় না।
: তার মানে সোলজারও হবে, নার্সও হবে তাই তো? সমস্যা নাই নার্স সোলজার পাওয়া যাবে।
: নার্স? নার্স কেন? নার্স হইলে পালায়া যাবো।
: যুদ্ধক্ষেত্রে আছেন, পালাবেন কই?
: তাও ঠিক। কিন্তু আপনার ব্যাপারটা কি?
: আমার আবার কি ব্যাপার?
: মার্সেনারী সোলজার দিয়া বেড়াচ্ছেন?
: কাউরে না কাউরে তো করতেই হবে তাই না? তার দরকার এমপ্লয়ার, আপনার মার্সেনারি, মাঝে আমি ম্যাচমেকার।
: হুম।
: ছবিসহ একটা বায়ো পাঠাবো ভাই?