মিথ্যুক!

: সবাই চলে গেছে, তুই এখনো বসে আছিস ক্যান? যা।
: যাই।

: তোর না বলে হাসপাতাল ভালো লাগে না, গন্ধ সহ্য করতে পারিস না, এত এত কাজ – তাহলে প্রতিদিন আসিস ক্যান?

: শম্পা আসে তাই।

: আর আসবি না।

: আচ্ছা।

: যা, আমার জন্য বসে থাকা লাগবে না।

: তোর জন্য বসে নাই।

: তাইলে ক্যান বসে আসিছ?

: তোর নার্সটাকে ভালো লাগছে। কিউট।

: মিথ্যুক!

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *