: সবাই চলে গেছে, তুই এখনো বসে আছিস ক্যান? যা।
: যাই।
: তোর না বলে হাসপাতাল ভালো লাগে না, গন্ধ সহ্য করতে পারিস না, এত এত কাজ – তাহলে প্রতিদিন আসিস ক্যান?
: শম্পা আসে তাই।
: যাই।
: তোর না বলে হাসপাতাল ভালো লাগে না, গন্ধ সহ্য করতে পারিস না, এত এত কাজ – তাহলে প্রতিদিন আসিস ক্যান?
: শম্পা আসে তাই।
: আর আসবি না।
: আচ্ছা।
: যা, আমার জন্য বসে থাকা লাগবে না।
: তোর জন্য বসে নাই।
: তাইলে ক্যান বসে আসিছ?
: তোর নার্সটাকে ভালো লাগছে। কিউট।
: মিথ্যুক!