: এক্সকিউজ মি … হ্যালো… এক্সকিউজ মি…
:: আমাকে বলছেন?
: জ্বী জ্বী। শুভ নববর্ষ।
:: (াল) শুভ নববর্ষ। জ্বি বলুন?
: আপনার একটা সাক্ষাতকার নিতে চাই হি হি হি
:: সাক্ষাতকার? আমার? (আর লোক পান নাই) জ্বি বলুন কি বলতে হবে?
: নববর্ষ কেমন কাটল আপনার?
:: এই তো, বেশ মজা হলো, ওয়াও …
: কি করলেন আজ মানে এই নতুন বছরের নতুন দিনে, বৈশাখের প্রথম দিনে?
:: কি করলাম? হাঁটলাম।
: হাঁটলেন?
:: না তো কি? শাহবাগ থেকে চারুকলা, চারুকলা থেকে টিএসসি, টিএসসি থেকে বাংলা একাডেমি, সেখান থেকে আবার শাহবাগ, শাহবাগ থেকে রমনা, রমনা থেকে শিল্পকলা, শিল্পকলা থেকে দোয়েল চত্বর হয়ে আবার টিএসসি, সেখান থেকে মলচত্বর, সেখান থেকে লাইব্রেরী, আবার টিএসসি, টিএসসি থেকে চারুকলা … উফ্
: হা হা হা আপনি তো বেশ রসিক মানুষ।
:: রসিক না াল
: কি খেলেন আজকে? পান্তা খেয়েছেন?
:: পান্তা কৈ? এতো পানি ঢালা গরম ভাত, একদিন পান্তা খেলে শেষে পেট না নেমে যায়। তবে খেয়েছি বেশ।
: কি? পান্তা ইলিশ?
:: ধূর ছাই, পান্তা ইলিশ খাবো কোত্থেকে? ধূলা বালি, বিড়ি সিগারেটের ধোঁয়া, সস্তা পাউডারের উৎকট গন্ধ, একটা হাওয়াই মিঠাই, আরও হাবিজাবি… এত কিছু কি মনে থাকে নাকি?
: আপনি একাই এলেন? আর কাউকে নিয়ে এলেন না?
:: আপনার মাথা খারাপ? আনবো আর কাকে? এই মানুষের ভীড়ে চিড়া চ্যাপ্টা হয়ে যাওয়ার পর কি আর কেউ কাউকে আনার ইচ্ছে থাকে? গতবছরই কানে ধরেছিলাম, কিন্তু উপায় নেই – এ বছরও আসতে হলো, হয়তো আগামী বছরও আসতে হবে। কলুর বলদের কি আর আপত্তি করার কিছু থাকে?
: আপনার বোধহয় মেজাজ ভালো নেই ..
:: আরে াল মেজাজ ভালো থাকবে কিভাবে? গার্লফ্রেন্ড জোর কইরা নিয়া আসছে, মাঝখানে কৈ হাওয়া হয়া গেছে এখন মেসেজ পাঠাইছে ধানমন্ডি লেকে যাইতে।
: আরেকটু দাঁড়ান, কি দেখলেন সেটাও শেয়ার করুন।
:: কি দেখি নাই বলেন তো? (সেন্সরড … সেন্সরড…. সেন্সরড) বাংগালী সংস্কৃতির পাঞ্জাবী-শাড়ির নিচে বিদেশী সংস্কৃতির বিকিনি পড়া নগ্ন শরীর। একদিনে ঢেকে রেখে কি হবে? যত্তসব।
: এই কাট কাট …
:: কাট কাট মানে? মানে কি কাট কাট? কেটে পড়তে বলছেন?
: না মানে ইয়ে ক্যামেরা বন্ধ করতে বললাম আরকি?
:: ক্যামেরা? ক্যামেরা এলো কোত্থেকে? ও আপনারা টিভি চ্যানেল থেকে নাকি? কি সর্বোনাশ! … ইয়ে মানে .. ইয়ে… ইন্টারভিউটা কি আরেকবার নেয়া যায়?
: থাক, আমরা ফেলে দেবো ওটা।
:: আরে না, কি যে বলেন! এতক্ষন শুনলেন আরেকটু শুনবেন না? বছরে একদিনই তো বাংগালী হই, সাক্ষাতকারও ওই একদিনই … আরেকটা চান্স দেয়া যায় না? ইন্টারভিউটা দিলে পিউর বাঙ্গালী হইতে পারতাম .. হে হে হে … আরেকটা চান্স … হে হে হে… বুঝেনই তো .. হে হে হে …
*এই যুবকের সাথে লেখকের কোন সম্পর্ক নেই, পুরোটাই লেখকের অনুর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসুত