‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার নায়কের আসল নাম কি একবার মুখে বলুন তো। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কিক’ নামের যে সিনেমাটি তার নায়কের আসল নামটাও একবার বলুন প্লিজ। বাংলাদেশে একজন সুদর্শন চলচ্চিত্র নায়ক ছিল – যার প্রথম চলচ্চিত্রটির নাম ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’ – তার নামটিও একবার উচ্চারন করতে পারেন। বাংলাদেশের আরেকজন চলচ্চিত্র নায়ক যিনি এখন অভিনয় থেকে দূরে আছেন এবং চিত্রনায়িকা পপির সাথে জুটি বেধে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন – তার নাম মনে করতে পারেন? সর্বশেষ, বর্তমানে বাংলাদেশী সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কের নাম কি আপনার জানা আছে? থাকলে তার নামও উচ্চারণ করুন প্লিজ। নিরবে নয়, সরবে!
শাহরুখ খান, সালমান খান, সালমান শাহ, শাকিল খান, শাকিব খান – উচ্চারণে পার্থক্য টের পাচ্ছেন?
শাহরুখ খান – ছাহরুখ খান নয়।
ছালমান খান – শালমান খান নয়।
ছালমান শাহ – শালমান ছাহ নয়।
শাকিল খান – ছাকিল খান নয়।
‘শা’হরুখ খান, সালমান ‘শা’হ, ‘শা’কিল খান – এই নামগুলোর উচ্চারনে আপনি শ উচ্চারন করেছেন, ছ নয়। আবার ‘সা’লমান খান, ‘সা’লমান শাহ – এই নামগুলোর উচ্চারনে আপনি ‘ছ’ উচ্চারণ করেছেন, ‘শ’ নয়।
সুতরাং সর্বশেষ নাম শাকিব খানের উচ্চারন ‘ছা’কিব খান নয়, ‘শা’কিব খান উচ্চারণ করুন।
আর যদি শাকিব খানের নামের উচ্চারণে আপনি ইচ্ছাকৃতভাবে ব্যঙ্গ করার উদ্দেশ্যে ‘ছ’ উচ্চারণ করে থাকেন – তবে আপনাকে করুণা নয়, আপনার জন্য প্রার্থনা করি – ভগবান আপনাকে মানসিকতায় আরও ধনী করুক!