এসএসসি পরীক্ষার আগের দিন


যেদিন এসএসসি পরীক্ষা থাকে তার আগের দিনে মনিরের মোবাইলে কল করে পাওয়া যায় না। কেন? কারণ ওইদিন তার আইফোন তার হাতে থাকে না, তার পরিবর্তে নোকিয়ার একটা সাদাকালো সেট থাকে, সেই সেটে তার নিজের কোন নাম্বার সেভ করা নাই। ফলে কে কল দিল চিনতে না পেরে অনাকাঙ্খিত ব্যক্তির কল রিসিভ করার ঝামেলায় যেতে চায় না সে – মাঝখান দিয়ে আমরা কল দিয়ে দিয়ে মেজাজ খারাপ করে আশেপাশের লোকজনের উপর ঝাড়ি!
: মইন্যা, কল ধরস না ক্যান?
: ভাই, নাম্বার চিনতে পারি নাই।
: চিনতে পারস নাই মানে? নাম্বার সেভ করস নাই?
: করসি ভাই। আমার আইফোনে নাম্বার সেভ করা, ওইটা স্টুডেন্টের কাছে, তার নোকিয়া আমার কাছে!
: তোর আইফোন দিয়ে সে কি করে? তার না এক্সাম?
: হু।
: তাইলে?
: আমার মোবাইল দিয়া সারাদিন ইন্টারনেট আর ফেসবুক ঘাটে!
: আজিব! পড়ে কখন?
: পড়ে না। ফাঁস হওয়া প্রশ্ন খুঁজে সারাদিন। প্রশ্ন পায়া গেলে প্রিপারেশন তো ঘন্টা দুয়েকের ব্যাপার!

 

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *