: আমি আজ ভেজিটেবল রোল বানাইছি।
: লোকে খেতে পারল? নাকি গরুকে দেয়া লাগছে।
: আমি এত খারাপ কুক না।
: আরও খারাপ কুক? গরুতেও খায় না এমন রান্না?
: জ্বি না! আমি ভালো কুক।
: অ।
: জানেন আমার খুব ইচ্ছে ছিল প্রেম ট্রেম করবো!
: কেউ পাত্তা দেয় নাই?
: আমি কি এতই খারাপ?? সময় সুযোগ পাই নি।
: অ।
: এখন ভাবছি প্রেম ট্রেম করবো। যাকে ভালো লাগে সে অবশ্য আমাকে পাত্তা দিচ্ছে না।
: কেন? আপনি কি এতই খারাপ?
: আমাকে ছোট ভাবছে!
: সেই ব্যাটা কি এতই বুড়া?
: ব্যাটা বলবেন না – সে ডিস্ট্রিক্ট জাজ।
: সো হোয়াট? জাজ হলেই কি বেটি হয়ে গেল নাকি?
: ব্যাটা বলবেন না, ভদ্রলোক বলবেন।
: কি অদ্ভুত! বেটিকে ভদ্রলোক বলবো কেন??