১. পাশাপাশি দুটো সিনেমার পোস্টার। ভালোবাসা আজকাল এবং মাই নেম ইজ খান। একটায় নায়ক শাকিব খান সাদা ফুল শার্টের নিচে হাটু পর্যন্ত হাফপ্যান্ট পড়ে উন্মুক্ত সতর ঢাকার চেষ্টায় লজ্জিত মুখে নুয়ে পড়েছেন। পাশেরটায় নায়িকা মাহির উন্মুক্ত উরুর সামান্য ঢেকে আছে গায়ের টিশার্টে – সতর দূরে থাক, তার শরীরে উরু আছে কিনা সে ভাবনার প্রকাশও তার চোখে-মুখে নেই। অদ্ভুত অবস্থা!
২. গত এক মাসে বিভিন্ন অযুহাতে যারা রোজা রাখার চেষ্টা করেন নাই, কিন্তু তাই বলে বিভিন্ন ইফতারীর প্রোগ্রামে জমজমাট ইফতারী, কখনো কখনো আল-রাজ্জাকে সেহরীর সুযোগ মিস করেন নাই – তারা মহানন্দে ঈদ উদযাপন করছেন – অদ্ভুত অবস্থা!!
৩. রোজাদার-নামে রোজাদার-বেরোজাদার এবং ভালো মুসলমান-নামে মুসলমান-অমুসলমান – সবাইকে ঈদ মোবারক – অদ্ভুত অবস্থা!!!