বিকেলে না ঘুমালেও কখনো কখনো মন খারাপ হয়। মন কেন জানি অনেকদিন আগে ফেরত চলে যায়। মন খারাপ টারাপ এইসব না- কেমন জানি বিষন্ন!!! সটাৎ সটাৎ এইরকম হয় – এমনিই মনটা খারাপ। তখন বারান্দায় বসে থাকতে ভালো লাগে। ভীড় বাসের জানালায় হাতের উপর মাথা কাত করে রেখে বাইরের বাঁকানো পৃথিবী। মাথায় কোন চিন্তা নেই। কিন্তু মনটাও ভালো নেই। এই মন খারাপ নিয়ে অনেক পথ হাটতেও ভালো লাগে। হাটা তখন কষ্টকর না, দুরত্ব তখন সমস্যা না।
আইইএলটিএস প্রস্তুতি গাইড এবং প্রয়োজনীয় লিংক
আরও পড়ুন: ভ্রমণ বিষয়ক সকল পোস্ট