কোথাও কোথাও বিয়ে করার জন্য আগে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে আবেদন করতে হয়। ব্যক্তিগতভাবে ফেসবুকে এই নিয়ম চালু করার চিন্তা ভাবনা করছি। যিনি আবেদন করবেন তিনি বিবাহ পরবর্তী জীবনে দিনে কয়টা করে এবং কতদিন ধরে তাদের প্রেম ভালোবাসা ইত্যাদি দেখানোর জন্য ছবি, স্ট্যাটাস ইত্যাদি পোস্ট করবেন সেটা আগেই জানিয়ে রাখবেন। আবেদন বিবেচনা সাপেক্ষে তাকে ফলো করা না করা, বন্ধু তালিকায় রাখা না রাখা, ব্লক করা না করা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যারা আবেদন না করেই বিয়ে করবেন এবং পোস্ট দিয়ে বিরক্ত করে মারবেন তাদের জন্য কার্যানুপাতে শাস্তি প্রদান করা হবে। শাস্তির মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য আনফলো করা থেকে শুরু করে আজীবন ব্লক অন্তর্ভূক্ত।
এইমাত্র এই প্রস্তাব উপস্থাপন করা মাত্র সর্বসম্মতিক্রমে পাশ হয়ে কার্যকর শুরু হয়ে গেল। আপনাদের বিবাহিত জীবন সুখে কাটুক। ধন্যবাদ।