গল্পটা সবার জীবনের গল্প। কারও গল্প কেউ জানে না, কিন্তু সবাই জানে এই একই ধরনের গল্প সবার জীবনেই আছে। গল্পটা বাবাকে নিয়ে। আমার বাবা, আপনার বাবা, সবার বাবা। আপনার বাবা কি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা নন? তিনি কি সত্যিকারের সুপারহিরো নন? আপনার বাবা কি পৃথিবীর সবচে স্মার্ট, সবচে বুদ্ধিমান, সবচেয়ে দয়ালু নন? আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, সত্যিকারের সুপারহিরো, সবচে স্মার্ট, বুদ্ধিমান, দয়ালু। সুপারলেটিভ ডিগ্রির এই এক জায়গায় পৃথিবীর সব বাবাই সমান। ওই যে হুমায়ূন আহমেদ বলে গেলেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে তবে একটিও খারাপ বাবা নেই।
সন্তানের জন্য বাবার ত্যাগ, ভালোবাসা নিয়ে মেটলাইফ হংকং বানিয়েছে ‘মাই ড্যাডস স্টোরি’। দেখতে দেখতে আমি আমার বাবার কথা মনে করে কেঁদেছি। বাবার জন্য কিছু করি নাই কখনো, একটু নাহয় কাঁদলাম। আপনিও কাঁদুন।