এক শুয়োর পরিবারের কর্তা সকালবেলা খোয়ার থেকে বীরদর্পে বেরিয়ে আসলেন, বুক উঁচু করে ঘোৎ ঘোৎ করতে করতে অফিসে চলে গেলেন। তারপর তারমত অন্যান্য শুয়োর কর্তাদের ডেকে বললেন, হে হে বুঝলে গতকাল আমার বউ আমার সামনে হাটু গেড়ে বসে ক্ষমা ভিক্ষা করল!
শুনে বাকী শুয়োর কর্তাদের চক্ষু চড়কগাছ-এও কি সম্ভব!! কি বলল তোমার স্ত্রী?-সমস্বরে সবগুলো শুয়োর কর্তা জানতে চাইল।
শুয়োর পরিবারের কর্তা এবার তার মোছ পাকাতে পাকাতে বলল, হে হে, বলেছে, ওই শুয়োরের বাচ্চা, আমি মাফ চাই। এইবার খাটের তলা থেকে বেরিয়ে আয়!
শুনে বাকী শুয়োর কর্তাদের মধ্যে কোন ভাবান্তর দেখা গেল না। নিজেদের জীবনের গল্প অন্যের মুখে শুনে মজা কি?