হাসিখুশি ছেলেটাকে হঠাৎ একদিন ধরে জেলে পুরে দেয়া হল।
ছেলেটা বোকাও। কারণ প্রথমে সে বুঝতেও পারে নি যে তাকে জেলে পুরে দেয়া হয়েছে। বুঝে উঠে যখন বার কয়েক সে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলো কি অপরাধে তাকে জেলে পুরে দেয়া হয়েছে তখন তার সাজা শুরু হয়ে গেছে। সাজা নয়, বন্দীত্বও নয়, বরং তার অপরাধটা যে কি সেটা জানার জন্য ছেলেটা চিন্তার সাগরে ডুব দিল। অতল সে সাগর, ঠাঁই না পেয়ে ছেলেটা যখন ভেসে উঠল তখন তার বুকভর্তি অভিমান। অজানা অপরাধের যে সাজা তা মওকুফের জন্য আবেদন করলেই মুক্তি মিলতো হয়তো বা, কিন্তু অভিমানের বদ্ধ ঘরের দরজাটা কোথায় ছেলেটা ভুলে গিয়ে জেলখানায় কাটিয়ে দিতে লাগল তার রাত আর দিনগুলো।
কার কথা বলতেছেন, ভাই?
এই গল্প সবার। খেয়াল করে দেখেন, নিজের মধ্যেও খুঁজে পাবেন 🙂