মোটা মানুষের অদ্ভুত সমস্যা

Severe_itching

মনির দুই হাত পেছনের দিকে নিয়ে অদ্ভুত ভঙ্গিতে শরীর মোচড়াচ্ছিল। তাই দেখে এজিএম স্যার বললেন, ‘কি মনির, তুমি রমজান মাসে ব্যায়াম করতেছো কেন?’
মনির উত্তর দিল না কিন্তু শরীর মোচড়ানো বন্ধও করল না। 
এজিএম স্যার বের হয়ে গেলে মনির আমাকে ডাকল, ‘ভাই একটু এদিকে আসেন তো!’
আমি গেলাম, সে উল্টো হয়ে পিঠ দিয়ে দাড়াল, ‘এদিকে একটু হাত দেন’
আমি মনিরের পিঠে হাত রাখলাম।
‘এদিকে না, আরেকটু উপরে’ – দুই ইঞ্চি উপরে হাত রাখলাম।
‘এহ হে বেশী উপরে হয়ে গেছে, আরেকটু নিচে’ – আমি ইঞ্চিখানেক নিচে নামালাম।
‘এবার একটু ডানে’ – ডানে সরালাম।
‘আরেকটু’ – আরও একটু ডানে সরালাম হাত।
‘একটু নিচে’ – হাফ ইঞ্চি নিচে নামালাম।
‘হ্যা হ্যা এইবার ঠিক হইছে। এইবার ভাই একটু চুলকায়া দেন। জোরে দিয়েন, আমার হাত পৌছায় না ওইখানে।’

আমি সবকটা দাঁত বের করে হাসতে হাসতে ‘জোরে’ চুলকায়া দিলাম মনিরের পিঠ। মোটা মানুষের কত না আজিব সমস্যা !

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

One Comment on “মোটা মানুষের অদ্ভুত সমস্যা”

  1. আপনার লেখার বিষয় আশয় দেখি পরিবর্তন হয়ে গেছে!
    অবস্থা দেখে মনে হচ্ছে, এখনি সংসার জীবন শুরু করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *