প্রিয় হারু পার্টির সমর্থকবৃন্দ,
এইবার বিল্ডিং এর ছাদ থেকে, ঘরের বারান্দা থেকে আপনার সমর্থনের হারু পার্টির জাতীয় পতাকা বাঁশসহ নিজ দায়িত্বে নামায়া নেন।
প্রিয় জিতু পার্টির সমর্থকবৃন্দ,
আপনার সমর্থনের জিতু পার্টি বিশ্বকাপ জিতেছে তাই বলে তার জাতীয় পতাকা কিন্তু একফুট উপরে বান্ধা শুরু করে নাই। সুত্রাং, এইবার নিজ দেশীয় পতাকার সম্মানে ওই পতাকাটা নামায়া নেন।
প্রিয় হারু-জিতু পার্টির সমর্থকসহ সকল সমর্থকবৃন্দ,
দেশপ্রেমের আতিশয্যে বাশেঁর আগায় বাঁন্ধা বাংলাদেশী পতাকাটা রাইখা দিয়েন না। এই দেশের জাতীয় পতাকা ব্যাভারেরও একটা নিয়ম আছে – যতটত্র বাশেঁর আগায় বান্ধা তার মধ্যে পড়ে না।
আশা করি আপ্নেরা ব্যাপারটা বুঝবেন। ধন্যবাদ।