জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১২ প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন –
একসময় চলচ্চিত্রে ছিল নির্বাক যুগ, তারপর সবাক যুগ, এখন ডিজিটাল যুগ।
শব্দের ব্যবহারের উপর ভিত্তি করে চলচ্চিত্রের নির্বাক-সবাক যুগের বিভাজন, এর সাথে প্রযুক্তির ব্যবহার ঢুকে ডিজিটাল যুগ কিভাবে শুরু হল তা বুঝতে পারলাম না। অ্যানালগ যুগের পর ডিজিটাল যুগের শুরু হয়েছে – নির্বাক সবাক যুগের পর যদি কোন যুগ এসেই থাকে তবে সে হচ্ছে চাপাবাজির যুগ। নির্বাগ যুগ-সবাক যুগ-চাপাবাজি যুগ। বাংলাদেশের সিনেমায় যা হয় এবং হচ্ছে – সে নির্মাতাগোষ্ঠী আর সরকারগোষ্ঠী – দুই-ই চাপাবাজি ছাড়া আর কিছু না