এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বিদায় নিয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হয়ে যাওয়ায় (এবং বাংলাদেশে ভারতীয় সিনেমা আমদানী ও প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হওয়ায়) তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন উর রশিদকে। (ভারতীয় সিনেমা আমদানী করতে সফল হবেন এমন যোগ্যতা সম্পন্ন কাউকে না পাওয়া পর্যন্ত তিনিই আমদানী চেষ্টা চালিয়ে যাবেন)।