টুইটারে দেখা গেল


ইদানিং একটা বদঅভ্যাস হয়েছে। পেটের ভিতর গুড় গুড় করলে টুইটারে গিয়ে একটা টুইট করে আসি – গুড় গুড় বন্ধ হয়। মাঝে মাঝে গুড় গুড় গুড় করলে বাংলাদেশ ট্রেন্ড-এ ক্লিক করে একটু ঢু মেরে আসি। আজকেও গুড় গুড় গুড়, তাই বাংলাদেশ ট্রেন্ডে গেলাম। পাকিস্তানি আর ইন্ডিয়ানরা ধুমায়া টুইট করছে – কারণ স্টেডিয়ামে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা চলছে। টুইটগুলো পড়ে কিছু সাধারণ ব্যাপার লক্ষ্য করা গেল। 

১. বাংলাদেশীদের প্রতি পাকিস্তানিদেরও ঘৃণা আছে। বেশ কিছু টুইটে ভারতের পাশাপাশি বাংলাদেশকে ঘৃণা করা হয়েছে। এক ভদ্রমহিলা বাংলায় টুইট করেছে – ‘বাংলাদেশ তোমাকে যৌনসঙ্গম’। স্পষ্ট বোঝা যায় – ফাক ইউ বাংলাদেশ-কে ট্রান্সলেটর ব্যবহার করে এই টুইটের জন্ম। 


২. ভারতীয়দের মধ্যে ‘বড়ভাই’ সুলভ মনোভাব ভালোমাত্রায় কাজ করে। এদের বেশীরভাগেরই বিশ্বাস – ১৯৭১ সালে তারা পাকিস্তানের হাত থেকে আমাদের রক্ষা করেছে এবং আমাদের উচিত এর প্রতিদান দেয়া, এমনকি বাংলাদেশ-পাকিস্তানের খেলায় পাকিস্তানকে হারিয়ে ভারতের উপকার করে হলেও। 

আনফরচুনেটলি – এইসব টুইটের বিপরীতে ঘৃণা-বিদ্বেষের প্রকাশ না করে প্রতিবাদ করা এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা টুইট কম।

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *