বাচ্চাকালে রেডিওতে ক্রিকেট খেলা শুনেছি।
আরেকটু বড় হওয়ার পর, যখন ডিশ অ্যান্টেনা আসল, তখন থেকে টিভিতে খেলা দেখা শুরু।
বছর কয়েক ধরে চব্বিশ ঘন্টা ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার পর ক্রিকিনফোতে ক্রিকেট খেলা পড়েছি।
ফেসবুকে ক্রিকেট দেখা এবং পড়া শুরু প্রায় একই সময়ে।
আজ থেকে টুইটারে ক্রিকেট খেলা পড়া শুরু করলাম। মন্দ না!
টুইটারে খেলা দেখা!
