জার্মানীর পুলিশ ৬৬ বছর বয়সী এক নারীকে উদ্ধার করেছে সম্প্রতি। ওই নারী গত ছয় মাস ধরে টেলিভিশন সেটের সামনে বসে ছিলেন – নট নড়ন চড়ন অবস্থায়। টিভিও চলেছে ছয়মাস ধরে।
কিভাবে সম্ভব? কারণ ভদ্রমহিলা ছয় মাস আগে সোফায় বসেই মৃত্যুবরণ করেছেন। থাকতেন একাকী। তাই টিভি বন্ধ করার কেউ ছিল না। প্রতিবেশীদের নাকে অপ্রীতিকর গন্ধ গিয়েছে বটে, কিন্তু তারা গুরুত্ব দেন নি। গুরুত্ব দিয়েছেন বাড়িওয়ালা – কারণ মৃত ভদ্রমহিলার চিঠির বাক্স ভর্তি হয়ে গিয়েছিল!
পুলিশ ভদ্রমহিলার পরিচয় গোপন রাখলেও দ্রমহিলার প্রায় ‘মমি’ হয়ে যাওয়া ছবি প্রকাশ করেছে।