অগ্নি সিনেমায় –
ড্রাগন (আরেফিন শুভ) জীবনে কোন মেয়ের প্রতি আকৃষ্ট না হলেও তানিশাকে দেখা মাত্র প্রেমে পড়ে যায়। অন্যদিকে, বাইশ তেইশ বছর বয়সী তানিশার জীবনেও ড্রাগন ছাড়া অন্য কোন প্রেমের কথা জানা যায় না।
– এরা কোন জগতের প্রাণী? কে বলে সিনেমা জীবনের গল্প বলে? এ তো নিরেট রূপকথা!