এই সক্কালবেলায় এক চমৎকার দৃশ্য দেখা হয়ে গেল।
ছাদে শীতের রোদে চেয়ার পেতে বসে আছেন বয়স্ক বাবা, পাশে দাড়িয়ে তার মেয়ে যত্ন করে মাথার সাদা চুলে কলপ লাগিয়ে দিচ্ছে। পায়ের সামনে দাড়িয়ে দেড় বছর বয়সী নাতনী। দাদু তার মাথার অল্প ক’টা চুল আচঁড়ে দিচ্ছেন চিড়ুনী দিয়ে।
অপূর্ব দৃশ্য, শুভ সকাল!