নিম্ন মধ্যবিত্তদের ব্যাপার স্যাপার ই আলাদা। এদের আর্থিক সামর্থ্য নিচের দিকে থাকে কিন্তু সম্মানবোধ রেখা সবসময় বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে উর্ধমুখি। আর্থিক দীনতা কোনভাবে পাশ কাটিয়ে যারা শিক্ষিত হয়ে উঠতে পারে তাদের ঘাড়ে একটা অদৃশ্য মাথা গজিয়ে যায়। সংসার চালানোর জন্যে এরা চাকরির পাশাপাশি গোপনে একটা টিউশনি করা পছন্দ করেন কিন্তু থাকার জন্য ভালো বাসা খোঁজ করেন। বছরে একদিন মাত্র ইলিশ মাছ খেলেও বড় করে পিছ করেন। লেনদেনে ব্যর্থ হয়ে মেয়ের বিয়ে দিতে না পারলে ও এরা মুখ ব্যাজার করে না, পাত্রপক্ষের কারনে বিয়ে হয়নি বলে বিশ্বাস করেন এবং নতুন উদ্দমে পাত্র খোঁজ শুরু করেন। এ সব কিছুই তারা করেন ঘাড়ের অদৃশ্য মাথার ক্ষমতায়। তেলাপোকার সাথে এই নিম্নমধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর বেজায় মিল!