দাঁতাল শুয়োরগুলোকে সব খোয়ারে ভরা হয়েছে। আবার যেন বেরিয়ে না পরে তাই খোয়ারের চারদিকে আটফুট উঁচু দেয়াল দেয়া হবে। কিন্তু যে সব শুয়োর এখনো বাহিরে সেগুলো ঢুকবে কোন পথে?
বিঃদ্রঃ এই স্ট্যাটাসের সাথে জীবিত বা মৃত কোন দেয়ালের সম্পর্ক নেই!
About দারাশিকো
আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক।
যোগাযোগ - darashiko(at)gmail.com