সাইকেল স্টোরি: আমেনা বনাম টুনি

আমি যদি হই মকবুল বুড়ো, তবে ফিনিক্স হল আমার প্রথম পক্ষ আমেনা। গায়ের রং কালো, ভারী শরীর। গায়ে শক্তি আছে, ইচ্ছেমত খাটানো যায়। ফিনিক্স দেখতে কালো আর মোটা হলে কি হবে, বংশমর্যাদা ভালো, ময়-মুরুব্বীদের প্রথম পছন্দ। আমার সংসারে আছে গত ষোল মাস। এক আমেনায় মকবুল বুড়োর চলে নি, আমারও চলল না।


নতুন বউ ঘরে আনার জন্য শুক্রবার ভালো দিন। দ্বিতীয়পক্ষের নাম লাক্স। টুনির মত অল্প বয়সী, গায়ের রং কালো, দোহারা গড়ন। কিশোরীর চঞ্চলতা তার মধ্যে পুরোমাত্রায় বিরাজমান। দুরন্ত! ছটফটে!

যা হয় আরকি, দ্বিতীয় পক্ষ লাক্সের ভালোবাসায় দীর্ঘদিনের সঙ্গী প্রথম পক্ষকে ভুলতে বসেছি। আমেনা-ফাতেমার তালাক হয়ে গিয়েছিল, থেকে গিয়েছিল টুনি। ফিনিক্সও যাবে, থাকবে লাক্স কমব্যাট।

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *