কোন কোন রাতে বারবার ঘুম ভেঙে যায় – আর আমি বুভুক্ষের মত অন্ধকার হাতড়ে মোবাইল বের করি – আলো জ্বালাই। কোন মেসেজ আসে নি, মিসডকলও না। আমি তখন টেলিপ্যাথির সিগনাল পাঠাতে পাঠাতে আবার ঘুমিয়ে যাই – সিগন্যাল পৌছে না, কারণ কিছুক্ষন পর আবারও ঘুম ভেঙে পুনরাবৃত্তি – এক সময় ফজর হয়ে যায়। নামাজের পর আমি সর্বশেষ কিস্তির ঘুমে ডুব দেই!
About দারাশিকো
আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com
View all posts by দারাশিকো →