ঢালিউড তারকাদের মধ্যে গুগল সার্চে সবার চেয়ে এগিয়ে রয়েছেন চিত্রনায়িকা পপি। সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে, শাবনূর, পূর্ণিমা, অপু বিশ্বাসকে ছাড়িয়ে গুগল সার্চের তালিকায় নাম্বার ওয়ানে রয়েছেন পপি।
উল্লেখ্য গুগলে তাকে ৭০ ভাগেরও বেশি ভক্ত খোঁজেন ‘হট পপি’ হিসেবে।
মন্তব্য: পার্ভার্ট আর ফ্যানের মধ্যেকার পার্থক্য কি নাই হয়ে গেল?